সাঁঝনার পাড়ে


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


আমার হবে , হৃদতপ বনে
সুন্দর ভবে, শত ঘাতে ঘাতে
সুখ রবে মনে ,
স্বরণের মাঝে দু'টি আঁখি পাতে ।


জানি আমি জানি, শুধু ভালোবাসা ,
মনবীণা খানি , রাখে সুর তালে ,
মিলনের আশা ,
দ্বিগুন বাড়ায় প্রেম চিরোকালে ।


প্রেম শুধু দিয়ে, বড় সুখি হয়,
বেদনাটা নিয়ে, একা একা কাঁদে
স্মৃতিরাগময়,
আঁখিজলে তাকে দেখে যমফাঁদে ।


কলঙ্কের দাগ , থাকে চিরোদিন
তবু অনুরাগ , দিনে দিনে বাড়ে
যন্ত্রনারবীণ
নিশিদিন বাজে সাঁঝনার পাড়ে ।


তবু আমি চাই , সারাক্ষণ তারে
আর কিছু নাই ,জীবনের আশা ,
প্রেম-কারাগারে
রবো দুইজনে  , নিয়ে কাঁদা-হাসা ।