সমাসোক্তি আমার তুমি


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


বালশশী নও-কো তুমি
হৃদয় ভূমি, মসিকুঞ্জে
পুষ্পপুঞ্জে, বাসরসজ্জা,
দিবানিশি বিরহবাসে
শা-য় আসে আঁখিরসরি
মরিমরি প্রেমেরবিষে
দিকদিশে নেই, লজ্জা।


ত্যাগ করো সরোষ ধারা
প্রেমেরপারা, হৃদে রাখো
রেণু মাখো, অনুরাগের,
খেয়েও না রাখালশশা
একাকি বসা, বাও ভর
তুমি পর, তনুবাগের।


মরুপ্রাণে বারিটি ঢালো
জোস্নার আলো, দেও সতী
হোক মতি , জ্ঞানের সার,
নিয়ে তার আলোর ধারা,
নয়নতারা, আলো দিবে,
গলে নিবে, প্রেমেরহার।


রাগরঙ্গে দ্বারটি খুলে
থাকবো ভুলে, রাগলতা
মায়িকতা, সকল যাবে,
তোমার জন্য সমাকুল
নয়-কো ভুল, আত্মময়ি,
করো জয়ি, আপন ভাবে।


সমাসোক্তি আমার তুমি
তাই-তো চুমি, মিথ্যে নয়
মধুময়, রূপটি ধরো ,
মশিকুঞ্জ রবে না আর
হবো পার, সরিৎপতি,
কাব্যরতি তোমার করো।