সর্বাধুনিকা নবীনা পুষ্পিতা কবিতা


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


কবিতা তোমাকে ভালোবাসি
সূর্যবসনার নিচে রোদের গুড়ি মেখে
অদূরাগত সন্ধ্যারাণীকে দেখি,
দিচ্ছে শান্তির সঙ্গম ঈশারা,
ডাকে কপালতলারনোদিতে বান।
কবিতা
প্রাণতারাবনের পাখিটি
ডানাভাঙ্গা উড়াল কষ্টে ইতিকাবেলার
ধূলির বিছানাতে।
কিন্তু
তোমার বিউটি পাল্লারের
শব্দালংকা, রূপালংকার,
ভাবালংকার, উপমা, উৎপ্রেক্ষা,
যতি, ছেদ, যমক অনুপ্রাসিক
কথা মানতে পারি না ।
শুনো আমার প্রেম নবনীতা
কাব্য-কুসুমিতা কবিতা
তোমার চলার তালে,
আর
সর্বোত্তমমিলের চরণ ছুঁয়ে ছুঁয়ে
আজ আমি
বর্ণাক্ষর বৃত্তের ছন্দ তরঙ্গে ভেসে যাচ্ছি
ভবিষ্যৎ প্রজন্মের ঘাটে ঘাটে ।
তাই
তোমাকে চাই
রাইবেলার আলোরবেণী হারা
প্রাণবসনার কোষে কোষে,
সর্বাধুনিকা নবীনা পুষ্পিতা কবিতা।