সোলেনিসি এট্রোপা রূপসী


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


শুনো সোলেনিসি এট্রোপা রূপসী
তোমার নির্জাস মেখে
মানুষ হয় সুন্দর সুন্দরী
অথচ্
তোমার রক্তচক্ষু দেখে
আমি শঙ্কিত
আরক্তিমতা, উত্তপ্ততা,
করটিধমনির দপদপানি নিয়ে
হঠাত্ আসো হঠাত্ যাও
বাঃ তোমার চরিত্র
চিরো যৌবনা সোলেনিসি এট্রোপা রূপসী ।
স্ক্রফুলা তোমার বান্ধবী
তাকে সঙে রেখে সৃষ্টি করতে চাও
কঠিন স্যাংকার
তার পর
ক্যান্সার,
কেনো তুমি এত রাগী
স্পর্শ কাতর বলো।
তুমি বুঝো না
যখন দশমিক প্রক্রিয়ায় শক্তিকৃত হলে,
তোমার গোপন চরিত্র
বিকশিত হলো।
এর পূর্বে
তোমাকে নিয়ে বিজ্ঞান গড়েছে
স্বপ্নের বিলাস মহল।
তাই
তুমি আজ
সমং সমঃ সময়তি মতে
বিশ্বজোড়া ক্ষ্যাতি অর্জণ  করেছো,
আমি সুখি প্রিয়তমা।


লেখাঃ-
বুধবার
6/1/2021ইং
সময়ঃ-
বিকেল ৫ ঘটিকা।