শঙ্খ-বিষ


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তোমাকে খুব ভালোবেসে ফেলেছি
কারণ
পরিষ্কার পরিচ্ছতায় তুমি
অদ্বিতীয়,
পোশাকের ভাঁজটি
নষ্ট হবার আগেই তা
পরিবর্তণ করো।
বিন্দুমাত্র কালিমা পড়তে দেও না,
স্বভাবটিও বেশ নম্র ভদ্র,
ঠিক
জমিদার শিশির রায়।
তবু
হতাশা, উদাসীন নিয়ে তোমার
দিনটা যায়,
মৃত্যু ভয় তোমাকে কুড়েকুড়ে খায়,
তাই বুঝি
পিপাসায় গলা শুকাতে থাকে,
না কি ভয়ে
বারবার জল পানে রত থাকো?
এতই অস্থির যে
বারবার স্থান পরিবর্তন করো,
নম্র স্বভাবের মাঝে
সহজেই বিরক্ত বোধ করো তুমি।
মউকাস মেমব্রেণ, লিম্ফ্যাটিক, সহ
সেরাস ক্যভিটীতে তোমার সর্বাধিক গমানাগমন,
বড় শীত কাতুরে চিরোদিন।
কেনো তোমার আত্মহত্যার ইচ্ছা বলোতো?
তুমি কি বুঝনা
তোমার খুঁতখুঁতে স্বভাব দেখে
বড় বিরক্ত বোধ করি?
তোমায় দেখে
বার বলেন
দুর্বল সহ অতি কোপন তুমি।
জোসেট বলেন
অতিরিক্ত হৃদকম্প তোমার
তবু
ব্রাণ্ডি খেতে ভালোবাস।
ষ্টিলি বলেন
তুমি বিষক্রিয়ায় রক্ত তন্তুর পরিমাণ
হ্রাস করে
জীবনী শক্তি দুর্বল করো
এ তোমার কেমন চরিত্র।
পূতিবাষ্প বিষদোষে
হিউজ তোমাকে স্বরণ করেন।
রসেল বলেন ক্যাম্ফার প্রয়োগের সময়
পার হলে তোমাকে মনে করতে হবে।
আর্ণন্ড বলেন
ক্যাংক্রমোরিসে তোমায়
দশমিকের চতুর্থ চুর্ণ ব্যবহার করেন।
ওয়ার অব বলেন
চেষ্টা বিহীন দুর্বলতা তোমার স্বভাব
অথচ
শরীরে জ্বালাকর দাহ থাকে।
মার্সী বলেন
কম্পমান ঘুসঘুসে শীত এসে
উত্তাপ বৃদ্ধি পেলে তুমি তার
প্রতিষেধক,
উডও এথা স্বীকার করেন।
আসলে তোমার গুনের সীমা নেই
তাইতো তুমি
সাম্বলক্ষার, সেকোবিষ

শঙ্খ-বিষ নামে পরিচিত।