শেষ বলা


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


ষোল কলায় পূর্ণ ,শশীকলা ,
মোহন মাধবী রাত ,মনাকাশে ,
প্রেমের দোলাতে দুলি,সু-বিলাসে ,
কে তুমি এলে আমার ,জোস্নাতলা,
অমানিশার রাতটি , গেছে দূর ,
জীবন বীণাটি বাজে সুরে সুরে।


উত্তরা-সঙ্গ  দে-ঘরে ,সহজিয়া,
বাইলিয়া আজ করে একতারা,
শব্দহীন শব্দে হই , আত্মহারা,
লাব-ডাব মাঝে আছি,প্রাণ নিয়া,
একাকি উদাস পথে , আশ্রুবানে,
ইতিবেলা কাছে পাবো , শেষ গানে ।


হও তুমি আপনার , নিয়ে সব ,
বুঝি নাই বসন্তের , ক্ষয়বিষ ,
ক্ষয়ে ক্ষয়ে যায় শুধু ,প্রেমাশিষ ,
থেমে যাবে জীবনের , কলরব
নিয়তী সতীন হবে , মূক মুখে ,
রাখবে মাটির ঘরে , মাহাসুখে ।


তোমার প্রেমের দেও  , দ্রাক্ষারস ,
বাকিটা সময়  আমি , একা চিতে ,
শুধু-ই তোমার হব , অবনীতে ,
কলঙ্কের কালি দিক, যাক যশ ,
তবুও যাব তোমার , প্রেমতলা ,
আমার মনের এই , শেষ বলা ।