শেষের মিনতী


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


সেই ভোরে চলে গেলে তুমি
হেসে ছিলো সব কেঁদে ছিলাম আমি
হয়েছি দামি, ওদের কাছে,
আদর সোহাগে ভরে দিছে
পেয়েছি ভুবনে বহু আপন জন
সারটিক্ষণ, বিরহ আছে।


খুঁজে ফিরি আমি বিশ্ব মাঝে
দেখি না তোমাকে দুই চোখের আগে
শুধু প্রেম জাগে, প্রাণ-কোষে,
দূরে দূরে থেকে ভালোবাসো
প্রাণ নিয়ে তুমি করিছো শুধু খেলা
সারাটি বেলা, কোন-বা রোষে।


তোমার স্মৃতি  এ বিশ্ব ভরে
প্রেম ছোঁয়া দিয়ে  করছে ঘর ছাড়া,
হৃদে দেয় নাড়া প্রেমরাশি,
জাতকুল সব চলে গেছে
ভালোবেসে প্রিয় তোমার কাছে যেতে
দিবস রাতি , নয়নে ভাসি।


কত দিনে তুমি নিবে কাছে
ইতিকাবেলা সাঁঝনাতলায় আছি
তরী কাছাকাছি, হবে যেতে,
প্রেমেরতরী বাইও তুমি
শেষের মিনতী রেখ প্রাণের সাথী
মালাটি গাঁথি, তোমাকে পেতে।