শিরিন রাগ


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


ঊষা কোমল       আলোরমালী
তুমি আমার         হৃদয়রেণূ ,
তোমার হাতে       বাজাও তুমি
আমার এই          জীবনবেণু ।
চৈত্রীরাতের         ষড়শীকলা
ঘোর জামিনী      করছো দূর ,
আমার এই          মনের বনে
ঋতুরাজের          প্রথম সূর ।
তোমার রূপ         ভূবন মাঝে
দেখছি আমি       চোখের আগে ,
রূপেরজ্যোতি      প্রেমের ঘরে
লাগছে এসে        শিরিন রাগে ।
ইতিবেলার           দীপান্বিতায়
তোমার প্রেম        পরশ পাই ,
সেই পরশে           খুঁজি আমায়
দেখি আমার        ঠিকানা নাই  ।
শুক্তির মাঝে        মুক্তার দানা
শিশিরকণা           পানেই হয় ,
তোমার প্রেম         শিশির বিন্দু
ছড়িয়ে আছে       জগতময় ।
সেই শিশিরে         হৃদঝিনুকে
হয়েছে এক          মোতিরহার  ,
তুমি আমার          জীবন রবি
কাব্যের জ্যোতি    ঊষারদার ।