সূর ডুবে যায়


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


ভালোবেসে , কালো দেশে
আলো নেও কেড়ে ,
দীন করো , বীণ ধরো
প্রেম সুধা দিতে
তোমার অঙ্গনে নিতে
ভোরে গেছো ছেড়ে ।


সেই হোতে নেই আর
খেই ভালোবাসা ,
তাই শুধু, পাই ধুধু
থাকি ব্যথা নিয়ে,
ভালোবাসে সব দিয়ে,
আঁখিজলে ভাসা ।


ভোর হোলে ,দ্বোর খুলে
লোর চোখে আসে ,
ধীরে ধীরে , নীরে নীরে
বিরহের বাগে
মিলনের অনুরাগে
হৃদয়টা ভাসে ।


চুর আজ  দূর হবে
সূর ডুবে যায়,
ইতিবেলা, শেষ ভেলা
বাধা দেখি ঘাটে ,
থেকো এই হৃদিবাটে
মনতি দু'পায় ।