সুখে থেক কুসুমিতা
(বিলিরিক ধারা তিন
কাঠামো দুই )


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


কাছে এসো আরো কাছে , কুসুমিতা রেণুকরি ,
আছে দেখো হৃদিদলে , অনুরাগী  বেণুধরি ,
পাই নাই আমি তারে,
চাই শুধু  মনে যারে,
ভাসি একা চক্ষুসারে , ছাই আজ দুখানলে ,
আসি তাই বারেবারে, একা একা সুখাদলে,


চলে গেল রাইরবি , চৈতঝরা খররাগে ,
পলেপলে হৃদি মাঝে , পিরিতির সর জাগে ,
খেয়ে যায় ভালোবেসে,
ধেয়ে যায় আলো শেষে,
থাকি আমি কালেবেশে , পেয়ে তার  অনুরাগ ,
ঢাকি শেষে লাজরঙে, মনোরম তনুবাগ ।


আলোপারা হারা হয়ে,  জীববনে আছি আমি
কালোধার বয়ে যায় ,  হৃদয়টা নয় দামী  ।
বেলা গেছে চেয়ে চেয়ে,
হেলা ঘাত পেয়ে পেয়ে ,
বিষ একা খেয়ে খেয়ে , খেলা শেষ হবে জানি,
নিষ হবে জীবনটা , এইটুকু আমি মানি ।


সুখে থেকো কুসুমিতা,  আমাকেই  করে পর
দুখে রবো সেই ভালো , ভেঙে যাক এই ঘর,
যায় দিন চলে যাক ,
কায় ভবে পড়ে থাক ,
শুনি আমি  যম ডাকে , বায় মেঘে করে খেলা,
গুনি শুধু  বালুকণা , ঘাটে দেখি শেষ ভেলা  ।


লেখা
27শে আগস্ট 202
শুক্রবার
৪ঠা ভাদ্র ১৪২৭ বাংলা
সময়-
দিবা
১২-ঘটিকা ।


বিঃদ্র-
কবিতাটির ডান দিকের শব্দ গুলি এক এক করে
বাম দিকে এনে সাজালেও মিল থাকবে এবং কাঠামোও ঠিক থাকবে  একটু দেখার অনুরোধ করছি