সূর্যালোর ভাঁজে কলঙ্ক চিহ্ন


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


ধূসর বামন নক্ষেত্রের কথা তুমি
শুনোনি কবিতা,
তাহলে শুনো
বিক্রিয়ারী নিউক্লিয়ার থেকে
ভারি হলে  নক্ষত্র হয় ধূসর।
তোমার প্রেম নক্ষত্র প্রতিকূল
নিউক্লিয়ার বিক্রিয়া থেকে ভারি।
তুমি কি জানো
হাবল টেলিষ্কোপ খুঁজে পেয়েছে
সূর্যালোর ভাঁজে কলঙ্ক চিহ্ন
আজও সামাজিক বিজ্ঞান
স্বীকৃতি  দেয়নি
সূর্যালোর থেকে উজ্জ্বল
প্রেম-নক্ষত্র, কলঙ্ক মূক্ত।
চাঁদ সূর্যের গোপন অভিসারে
নদ-নদী পায় জোয়ার
আমি মনে করি
তাই-তো চাঁদ
কলঙ্কের দাগ নিয়ে আছে
যুগ যুগ ধরে ,
কেউ বুঝেনা
ওএক প্রেমের ছবি।
তুমি চাঁদ
আমি পৃথিবী
অথবা
প্রেমেক্সাসেন্টারাই
তোমার হৃদয় সূর্যের  নিকটতম গ্রহ ,
কেউ পোঁড়াতে পারবে না আমাকে
এটা-ই চিরোসত্য ।