তনু মনের সাজ
(হৃদমেটিক)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


জীবনে কী পেলাম ,হেরে গেলাম
জীবন রণে , বিষ খেলাম ,সারাটিক্ষণে
সুখের আশা নিয়ে ,
হিসাবে হয় ভুল , ঊষার ফুল,
আমায় দেখে ঝরে , ভ্রমর কুল , সকল হরে
ফুলের গায়ে গিয়ে ।


বিষাক্ত ভালোবাসা, স্বপ্নের পাশা ,
চলছে তার খেলা ,দুরান্ত আশা,, অখন্ড বেলা ,
যৌবন অনুরাগে ,
তারাবসনা তলে , দীপটি জ্বলে ,
যাবেই নিভে , বাঁচার ছলে , রসাক্ত জিভে
তবুও মধুবাগে ।


দিলাম সব যাকে , প্রাণের ডাকে ,
ইতিকাসূর , মেঘের ফাঁকে , জ্যোতির হুর ,
ডাকছে তার কাছে ,
তাইতো চক্ষুগাঙে , কূলটি ভাঙে
বিদায় সুরে , দিনটি রাঙে , সবই দুরে ,
শুন্যতা শুধু আছে ।


সাগরবসনায় , প্রেমের গাঁয়
থেকে গেলাম ,জীবনটায় , কি-বা পেলাম
হিসাবে শুন্য আজ ,
তরীটি দেখি ঘাটে , বেলাটি পাটে
যেতেই হবে , আপন বাটে , শুধুই রবে
তনু মনের সাজ ।