তারা-প্রসবীনি সূরকে খায়


ক্ষন্ড ক্ষন্ড অক্ষন্ড স্মৃতি গুলো ,
কপালতলার নোদির জলে ,
হৃদয়ের তলে আঘাত করে ,
স্মতিতে ভরে , বিষময় ধূলো ।


রাত-দিনের সোনালী সন্ধি ক্ষণে ,
শিশির প্রাণের নিত্য মুক্ত খেলা ,
আলোর ভেলা , সব দূরে করে ,
স্মৃতিটা মরে ,জীবণের রণে ।


বায়ুর খেলা আয়ূটার সাথে ,
সূর-তারা ক্ষণে চলছে বেশ ,
কখন শেষ , হবে জানা নাই ,
তবুও চাই , ছিন্ন মালা গাঁথে ।


তারা-প্রসবীনি সূরকে খায়,
আঁধার গাঁয় ,আঁধলায় হাসে,
সুজ্ঞানী ভাসে , দু'আঁখির নীরে,
হৃদয় ঘীরে, পরাপ্রেম চায় ।