তোমাকে চাই চাঁই-পর
( হৃদমেটিক
সর্বোত্তমমিলে লেখা )


হৃদাকাশে উঠেনা চাঁদ,মরণ ফাঁদ,
অনেক দূর,লেখার ছাঁদ, জ্ঞানের সূর
বুক ভাসে আঁখিরপূরে,
অসহায় অবুঝ প্রাণ, বাঁচার ঘ্রাণ,
করছে শেষ, চাইছে ত্রাণ, ভীষণ রেষ
পাখি বুঝি ছাড়বে ভূ-রে।


চলে গেছে অনেক অব্দ,প্রাণেরশব্দ,
অজ্ঞান কর্মে, হোতেছি জব্দ, যাইনি ধর্মে
প্রাণেরনোদি ভাঙে কূল,
যায়না কোনো রাগ রেষ, কালির মেষ,
হইছি ভূতে, করছি শেষ, জ্ঞানের সূতে
অপরাধি জগতে মূলে।


মানিনি সু-জ্ঞানের সুক্ত, রয়েছি মুক্ত,
অসৎ কার্য, করেছি যুক্ত, বিচারে ধার্য
জ্বালাময় মরণক্ষণ ,
হোতে চাই তোমার ভক্ত, সারাটি অক্ত,
জীবন রণে, রাখিও শক্ত, আত্মার পণে
ঠিক রেখো প্রাণের-কণ।


তুমি এই প্রাণের সাঁই  , বিরহ হাঁই,
কৃপার পাত্রে , রাখিও ঠাঁই, দিঘল রাত্রে
বাজে প্রেমের পাঁই-জর,
সব আঁধার করো দূর , উঠুক সূর,
ঝরছে ঝাঁকে, চোখেরপূর, ব্যথার বাঁকে
তোমাকে চাই চাঁই-পর।