তোমার-ই ভালোবাসার ফুলদানীতে


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


কালো-সাগরের পাড়ে দাঁড়িয়ে
শব্দহীন শব্দের আর্তনাদে
কপালতলার দু'টি নদীর জলে
কপলতীর ভাসে যাচ্ছে।
অমা-বস্যা
আর
ষোলোকলা চাঁদের টানে
নদীতে আসে জোয়ার,
ভরে পৌষের নোদি।
হার মানায়  ওসব
ব্যথার পূর্ণিমাতিথি।
অব্যক্ত এক তিব্র বাতাসে
ঢেউএর ফণা তুলে
দিচ্ছে বিষাক্ত ছোবল,
মরছি না,
না মরে বেঁচে আছি
বিবেকহীন ঝঞ্ঝা পোয়াতিকে নিয়ে।
কারন
নেই সেই বুদ্ধিজীবী,
জ্ঞানি-মধুকর হয়ে
ফুটাবে আলোর কুসুম
রক্তিম ঊষার কোমল রাগে
সবুজ বনে।
তাই-তো প্রিয়তমা কবিতা
তুমি আমার ভালোবাসার বিশুদ্ধ
কুসুমিতা,
তোমার-ই প্রেমের ফুলদানীতে
রেখে দিলাম
অব্যক্ত ব্যথার
শব্দহীন শব্দের আর্তনাদ,
তুমি আমার না বলা ব্যথার অঞ্জলি দিও
ওদের
যারা বুদ্ধিজীবী আলোর পথের দিশারি।