তোমায় নিয়ে ভাবি


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তুমিতো কোন কিছুতে
সুখী হও না
কোন কিছু সহ্য করতে পারো না।
এত চঞ্চল তুমি
পরিবর্তনশীল মানসিকতা তোমার,
এই পরিবর্তনশীলতা
দেহে প্রকাশ পায়।
এত ভালো-মন্দ খাও
তবু তোমার দেহ কঙ্কালসার,
মনটি খুব নিচ তোমার
কারোর ভালো দেখতে পারো না
নূতন নূতন বাসনা নিয়ে
জীবনটা কাটিয়ে দাও
কিছু পেলে মনটা ভরে না
এটাই তোমার মর্মবাণী।
তোমায় নিয়ে বড় সমস্যায় আছি
জলীয় হাওয়াটিও সহ্য করতে পারো না।
বড় চিন্তায় আছি আমি
যাতে তোমার শরীর ভেঙে যায়

যাতে দুর্বল হও তা-ই তুমি করবে
এবং খাবে।
তুমি কি বুঝ না
তোমার-ই কর্মে তুমি ধ্বংসের পথে যাচ্ছো।
কুকুরের ভয় এত মারাত্মক তোমার
তাতে তুমি রোগগ্রস্থ হয়ে পড়ো,
তোমাকে নিয়ে কী করি বলোতো।
তোমাকে ভালবাসি বলে-ই
এত নজর রাখি তোমার প্রতি,
এবং
সাদৃশ বিধান মতে তোমাকে সুস্থ করতে চাই।