তুই যা সই কদমতলাতে
( বিচ্ছেদ গান)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তুই যা সই কদমতলাতে না না আমি যাবো না ।
বাঁশরিয়া তার বাঁশির সুরে , বাড়ায় প্রেমের যন্ত্রণা  ।।

সখি গিয়ে  বলিস তারে বাঁশিটি না বাজায় ,
বাঁশির সুরে  ঐ বংশিওয়ালা কলঙ্কিনী সাজায় ।
প্রেমের আগুন জ্বলে হিয়ায় হইতে আমি পারি না ।।

ভালোবেসে বংশিওয়ালা  শুধুই  কাঁন্দালো  ,
প্রেমের জ্বালায় সখি আমার নিভছে জীবন আলো ।
জাতকুলমান সব হারালো , সইছি লোক গঞ্জনা  ।।

বিশ্বরাজ বলে সখি আমি আমার  নই ,
জ্বালা নিয়ে ভাবি তবু কেমনে তার হই ।
এমন জ্বালা কেমনে সই, আর তো প্রাণে সহে না ।।