তুমি দেখো বন্ধু আমায় আমি দেখি না


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তুমি দেখো বন্ধু আমায় আমি দেখি না
এ কি যন্ত্রণা
তবু তোমায় ভুলতে পারি না।
ভুলতে গেলে প্রেম বেড়ে যায় বিরহে বাড়ে ভাবনা।।



বিরহ মাঝে বন্ধু তুমি শুধু আসো যাও ,
আমাকে কাঁদায়ে বলো  সুখ তুমি কি পাও।
সুখটা পেলে আরো কাঁদাও, এইতো মনের বাসনা।।



আমার সাথে আছো তুমি খুঁজে নাহি পাই ,
তোমার রূপের শোভা দেখি  যে দিক আমি চাই।
তুমি ছাড়া আর কিছু নাই, বন্ধু আপন জনা।।



বিরহের আগুনে বাড়ে   তোমার প্রতি টান,
চোখের জলে  হৃদয়ে উঠে মধুর প্রেমের বান।
আমার এই জীবন তরীখান, কূলের নাগাল পেলো না।।

বিশ্বরাজ বলে বন্ধু প্রেম বিরহে মরি,
কূলে নেওগো কৃপা করে আমার প্রেমের তরী।
দুখের বোঝা শিরে ধরি, পেতে তোমার প্রেমেরকণা।।