উদ্ভিদ অঙ্গার


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তোমার শরীরে
বাষ্প-পরিশোষণের শক্তি প্রচুর আছে,
রক্ত ও স্নায়ুমন্ডলে
তোমার গুনাগুন সর্বাধিক প্রকাশ পায়।
জীবনীশক্তির ক্ষীণতা সহ
রক্তের অম্লজানোৎপাদনে অসমতার
পরিচয় রাখো,
বেশ কর্ম ক্ষমতা তোমার।
লবন

লবনাক্ত মাংসাদি তুমি সহ্য করতে পারো না,
বেইস্ বলেন
শ্বাসযন্ত্র দুর্বলতায় তুমি অদ্বিতীয়।
প্রতিশ্যায় যুক্ত স্বরভঙ্গ যেখানে,
সেখানে তোমার বেশ সুনাম।
হিউজ বলেন
পাখার বাতাস তুমি ভালোবাসো
হীমাঙ্গ অবস্তায়ও।
কাউপারথয়েট বলেন
অতিরিক্ত সুখ ভোগের জন্য
তোমার শরীর অসুস্থ হয়,
এটি আমাকে হতোবাক করে ।
সরকার বলেন
হীমাঙ্গ অবস্থায় তোমার শরীরটি
উত্তেজিত থাকে চারকোল।
অনুভূতি ছাড়া শরীরের রাজশক্তির
বিনাশ হয় তোমার
এ তোমার বড় দোষ,
অথচ্
অনুভূতিতে ক্ষণরাগিতার নিয়ে থাকো ।
ক্ষীণ ও দুর্বল নাড়ীর গতি দেখে,
আমি খুব বিপাকে আছি
উদ্ভিদ অঙ্গার।