ভালোবাসার রাইকিরণ


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


রাধিকাবেলার রঞ্জন রশ্মি
রমন করে
আমার রসিক রক্তের কণায় কণায়
জাগায় ভ্রোমর্ বিলাসি অনুরাগ।
ইচ্ছার বাঁশিটি ধরে আমি
বাশুরিয়া হই।
সুরের তরঙে ভাসিয়ে দেই আমার
না বলা কথার কলি,
কামরাঙা ফলের জুসে
শোলার মুকুট পরতে চায়
দুরন্ত দুপুরের রাগেলা মন।
কে তুমি
ইচ্ছা দাবানল দিলে নিভিয়ে,
হারাতে দিলে না
প্রাণ কোষে সাদা নির্যাস,
উদ্দামতার উলঙ জীবনে
ভাগ্যের পাতা খুলে
ভালোবাসার রাই কারণে,
বুঝায়ে দিলে হৃদয় বীথি ধরে
সঠিক গন্তব্যে যেতে,
তোমার প্রেমের আলোর রোশনাই
দূর করে দিলো কাককালো রাত
তাই
অন্তর দিয়ে আলতো চুমো দিলাম
অনুরাগি ঠোঁটে
প্রেমের গুরু মেনে।



লেখা
১লা সেপ্টেম্বর-২০০৯
মঙ্গলবার
১৭ই ভাদ্র ১৪১৬
সময়
দুপুর
২ ঘটিকা।