ভেঙেছে আমার  সব ভুল গুলি


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


জীবন আকাশে দিন চলে যায়,
ভাবিনি কখনো একা  বসে ঘরে,
বেহুস রয়েছি মায়া ভরা গাঁয়,
ভুলেছি আপন কেবা ক্ষিতি পরে।


দুপুরে সুরের রোদ্র গুড়ি মাখি,
আলোর তরঙ দোলা অঙ্গে লাগে,
ভ্রমর স্বপন  গুলো মনে রাখি,
ফাগুন আগুন  এই মনে জাগে।


পুঁড়ছে আমার প্রেম ভরা ঘর,
জৈবিক সুখের ইচ্ছা মনে নিয়ে,
পরম প্রেমকে করে দিছি পর ,
একাকি বিকেলে নিয়ে  ভাঙা হিয়ে।


ভাবিনি আজও কার প্রাণ দান,
এখনো পাইনি তার  আদি মূল,
তবুও হৃদয়ে তার প্রতি টান.
নীরবে নীরবে ভাসে আঁখি কূল।


ভেঙেছে আমার  সব ভুল গুলি.
ইতিকা রবির আলো মেখে গায়,
সাঁঝের কুসুম তাই একা তুলি,
প্রেমের অঞ্জলি  দিতে প্রিয় পায়।