বাংলার মাটি লাল হয়েছে,আজকে কার জন্য?
আঙ্কে দেখি সবাই কাঁচা,পেয়েছে সবাই শূন্য।
লাভ ক্ষতির অঙ্কে দেখি,করে এরা গোলমাল,
স্বাধীনতার আন্দোলনে,রেল দগ্ধ গতকাল।
ক্ষয় ক্ষতির হিসাব ছাড়ো,অনেক আছে অজুহাত,
সংবিধানের রঙিন খেলায়,কাদের মুখে পড়ছে লাথ।
আগুন জ্বলে মনের ঘরে,সবাই দেখি অন্ধ
কথায় গিয়ে বাঁচবে তুমি,সব দরজা বন্ধ।
সাদা কাপড়ে,মানায় ভালো,বক্তৃতার ঐ সমাবেশ,
সবুজ মাটি লাল হয়েছে,রক্ত ঝরে শেষ মেষ।
ভালো মন্দ বোঝার দেখি,আজকে কারো ইচ্ছা নাই,
দিনের শেষে বঙ্গবাসীর,রহিলনা আর কোনো ঠাঁই।
মান সম্মান যা গিয়েছে,যাইতে থাকুক না,
বাঙালি আজ মুখ ঢেকেছে,লজ্জা পাইবে না।
দেশের মানুষ দশের মানুষ,মনুষ্যত্বের এই বাংলারে
নিজের ঘরে আগুন জ্বেলে,হয়েছে বুঝি পাগলারে।
গর্বে সবাই চলতো হেথা,সব ধর্মের গুনগার
সব আঙুল অলাদা হলেও,ভরতো সদা মানপ্রান।
সুভাষের এই বাংলাতে ভাই,আর যে সুভাষ নাই
চারিদিকে আজ দাঙ্গাবাজি,বাঁচার উপায় নাই।
দাঙ্গা কেন আজ এখানে,কে দেবে তার উত্তর?
সোনার বাংলা বৃদ্ধ হয়েছে,বয়স যেন সত্তর।
সবার ভালো করতে গিয়ে,চারিদিকে হাহাকার
সকাল থেকে রাতদিন,বাংলা বন্ধের চিৎকার।
যার জন্য এতো চিৎকার,কেউ রবে না পাশে,
বলতে পারো কে তোমাকে,বেশী ভালবাসে?
ছট্ট বেলার স্মৃতিতে ভরা,আমার জন্মভুমি
তাঁকেই দেখি ছুরি বিঁধিয়ে,খুন করেছ্ তুমি?
ভাবা যায়?ভাবা যায় না,সবই শিক্ষার অভাব,
মানুষ বুঝি ভুলেছে আজ,সকল ভালো সভাব।
জ্বলছে দেখি সোনার বাংলা,হিংসা আর অপরাধে,
মরছে দেখি আমজনতা,সেই মিথ্যা প্রতিবাদে।