এই মন জুড়ে আজ তুমি,আমার হৃদয় ভূমি,
হারাতে চাই যে আমি,আজ তোমার আঙিনায়।
স্বপ্ন গুলো সত্যি হলো,তোমার ছোঁয়াতে,
ডুবে ডুবে মন,জল খেয়েছে,অনেক অজুহাতে।
কিছু কথা মনে আজ,বেঁধে রেখো না,
আনমনা চোখে আর,চেয়ে থেকো না।
তবু না চোঁয়ার অভিমানে,তোমার কানে কানে,
শোনাতে চাই,এই মন আজ কিছু বলতে চায়।
সব কথা আজ,লিখে দিলাম,তোমার নামে,
স্বপ্ন গুলো তাই, ভরে দিলাম,প্রেমের খামে।
তুমি পড়ে দেখো একবার,শুধু তুমি দরকার,
বেলা শেষে পাখিগুলো,ঘর চলে যায়রে ,
নীড় হারা পাখি আমি,আমার কেউ নাইরে।
মন যে আমার একা একা,তোমার জন্য দায়িড়ে
দেবে বুঝি তোমার হৃদয়,আমার জন্য বাড়িয়ে।
আজ মনেতে,তুমি থাকো,আমার পাশে পাশে
চায়ের কাপে,তোমায় দেখি,তোমার ছায়া ভাসে
তবু না ছোঁয়ার অভিমানে,কেঁদে ওঠে মন,
শুধু,চাঁদ কেন হাসে না,জানি না কারন।
আমি নই কোনো কবি,তবু আঁকি তোমার ছবি,
তবু বোঝে না এ মন,শোনে না বারণ।
আজ স্মৃতির জমানো ব্যথা,তার সুভাসে,
তার ফিরে আশার অপেক্ষায়,গন্ধ বাতাসে।
আমার কল্পনার চাঁদ,আমার মনের আকাশে।