তুমি আমি সবাই নিয়ে, সুখেরই সংসার,
ভালো থেকো রাগ কোরোনা,বন্ধুরে আমার।
তুইযে আমার মনের ভিটা,মনেরই জমিন,
তোকে ছাড়া বেঁচে থাকা,খুবই যে কঠিন।
রাতের বেলা স্বপ্ন দেখি,তোরে নিয়ে রোজ,
জানি তুমি মনে মনে,রাখো আমার খোঁজ।
তোরে ছাড়া এতো দূরে,কেমনে থাকি ভালো,
দুঃখের মাঝেও সর্বদা,তুমি দেখাও আলো।
ভোরে পাখি ঘুম ভাঙাবে,গানের তালে তালে,
দূরে থেকেও রাঙা পলাস,ধরবে ডালে ডালে।
আমার এই মনের গভীরে,আর যে কেউ নাই,
তোকে ছাড়া অন্য কাকে,কেমনে দেবো ঠাঁই।
আজ বিকেলে তোমায় ভাবি,ছাদে দাঁড়িয়ে,
হয়তো তুমি ডাকবে আমায়,হাতটা বাড়িয়ে।
মেঘে ঢাকা সূর্য সুধায়,আমায় বারে বার,
সারাক্ষণ থাকবো কেমনে,আমি যে তোমার।
দূরে আমি যতই থাকি,তোর মনেতেই আছি,
মেঘলা দিনে একলা মনেই,আমি উদাসী।
সব সময়ই তোমার নূপুর, আমারে ভোলায়,
তোমার ছবি জোছনা রাতে,দেখি চন্দ্রকলায়।
ভালো থেকো সুখে থেকো,আমার অর্ধাঙ্গী,
মৃত্যু হলেও থাকবে তুমি,আমারই সঙ্গী ।