তোর ছবি আঁকতে গিয়ে,কেঁপেছে তুলির টান,
রঙের ধারায়,মনযে আমার হয়েছে খান খান।
সমুদ্রের ঐ নীল রঙেতে,শুধুই চোখের জল,
ভুবন ভরা সবুজ রঙে,দুঃখের ছায়া টলমল।
এঁকে ছিলেম নীল আকাশে,সাদা ভেঘের ভেলা,
কালো রঙেতে ছেয়ে গেল,আমার মনের মেলা।   ধূষর পাহাড় আমায় সুধায় ,সূর্য গেছে পাটে,
লুটিয়ে আছে সবুজ ফসল,পড়েই আছে মাঠে।
বন্যা ছিলনা চিত্রে আমার,ভিজেছে ক্যানভাস,
শেষ হলোনা চিত্র আমার,কেটে গেল সারা মাস।
রক্ত দিয়ে রাঙিয়ে ছিলেম,তোমার কপাল খানি,
মুখ ঢেকেছে বাউল বাতাস,লাজে কাপড় টানি।
লাল মাটির রাস্তা ছিল,ছিল ঘন গাছের বন,
সহমরন হয়ে গেছে,যেন না দেওয়াতে পণ ।
পারিনা আর আঁকতে তোকে,শুকিয়েছে তুলি,
প্রেক্ষাপটে নাইকো তুমি,খুঁজেছি ওলিগোলি।
শুকিয়ে যাওয়া রক্ত গুলো,ওঠেনা কিছুতেই,
ভাঙা ক্যানভাস রং মেখেছে,সাদা রঙেতেই।
তুলির টানে চিত্র আমার,হয়েছে সমান্ত,
কি এঁকেছি জানি না,যেন সবই অসমাপ্ত।