তুমি বলে ছিলে,ছেড়ে দাও মদ, দয়েছি ছেড়ে,
মনের গভীরে যে ছিল ডুবে,তুমি নিলে কেড়ে।
সে ছাড়া,মনের ভেতর আমার,কি বা বেদনা, তোমাকে খুশি করতে গিয়ে,বেড়েছে যন্ত্রণা।
তবু মাঝে মাঝে উঁকি মারে,ভুলে যাওয়া মুখ,
স্থির জলের প্রতিবিম্বে,দেখি অন্তহীন দুঃখ।
ছেড়ে দিয়েছি আজকে সবই,শূন্য বনভূমি,
এখন আমার রঙিন মঞ্চে,শুধুই তুমি তুমি।
চলছে জীবন বেনিয়মেই,বাঁকা পথেই চলা,
লোক দেখানো মুচকি হাসি,তোর কথা বলা।
ভালো লাগে তোর সাথেই,একটু পথ চলতে,
ভালো লাগে তোর সাথে,একটু কথা বলতে।
তবু কাজের ভীড়ে মনে পড়ে,পুরানো স্মৃতি,
আজ তোর সাথে শেষ হয়েছে,সব প্রেম প্রীতি।
তোর গন্ধ মাঝে মাঝেই, ভোলায় আমার মন,
সদাই সুখ দু:খে ,বন্ধু আমার থাকে সারাক্ষণ।  
এক টানতে মনের ভেতর,চমক দিয়ে ওঠে,
শেষ টানেতে জ্বালিয়ে দিয়ে,ফেলতে হবে বটে।
সাদা কাপড়ে আগুন লাগিয়ে,জ্বালাও তব মুখ,
সারা দেহ জ্বালিয়ে তুমি,ভরাও আমার বুক।
তোমার ধোঁয়াতে রং চটেছে,অন্তর বেসামাল,
তাই পাঁজর ভরা ব্যথা নিয়ে,কষ্টে কাটে কাল।
কি দিয়েছ্ আজকে তুমি,সদাই কাশির ঢেউ,
অন্তরে কেন ব্যথা হয়,জানবে নাতো কেউ।
বহু কষ্টে ভুলেছি তোকে,চাই না তোকে আর,
তবু মাঝে মাঝে মনে হয়,লাভ হয়েছে কার?
লাভের কথা বাকি থাক,বলেছে আমার প্রীয়া,
ভালোবাসি তারে আমি,করেছি তারে বিয়া।