নতুন বছরের ফুল,এই দু হাজার কুড়ি,
জীবনের সাথে,খেলে দেখি চাঁদের বুড়ি।
এই সুন্দর পৃথিবী কি,মৃত্যু লীলার সঙ্কল্পে,
করেছে পণ,দেখিনি,পড়েছি শুধুই গল্পে।
করোনার সংক্রমণে,মানব জাতির বলি,
সবাই যেন মৃত্যু ভয়ে,শুধুই ছুটে চলি।
আবার দেখি মোদের দেশে,পঙ্গপালের হানা,
কি থেকে কি হচ্ছে বলো,কিছুই নেই জানা।
আফ্রিকান সোয়াইন ফিভার,গরম করে দেহ,
এখন তীব্র তাপ প্রবাহে,বাঁচবে না বুঝি কেহ।
সঙ্গে আছে দাবানল,জঙ্গল কে করেছে ছাই,
বাংলার বুকে আম্ফুন এসে,সব ধংস করে যায়।
আবার আছে মতবিবাদ,চীনদেশের সাথে,
নেপাল দেখি গায়েপড়ে,জুটেছে তাদের সাথে।
পাকিস্তানও মাঝে মাঝে,করে দেখি গন্ডোগোল
এই বছরকে কাঁধে নিয়ে,বলো হরি,হরি বোল।