সময় গেছে সরে সরে,শুধু বদলাইনি আমি,
শূন্য খাঁচায় আজ,পড়ে আছে তার পালক,
লোহার খাঁচাটাও আজ কাঁদে,গুমরে গুমরে,
সে যানে না বন্দী থাকার,কষ্টের ব্যর্থ কাহিনী।
সেও আজ বদলেছে,রং গেছে,মরচে পড়েছে,
কাটিয়েছে কতো রাত একা একা,বর্ষা ও রৌদ্রে
তার আর বৃষ্টি ভেজা,রৌদ্রে স্নানের মন নাই।
আছে শুধু স্মৃতিকথা,আর সেই সবুজ পালক,
সেই মলিন সবুজবর্ণ,হয়তো বিলীন উর্ধ্বগামী,
সময় গেছে সরে সরে,শুধু বদলাইনি আমি।
তার কষ্টের আজানা ভাষা,বুঝতে পারেনি সে,
ভেবেছে সে,ভালোবাসার কারাগারে,সে বন্দী।
কেউ বন্দী থাকতে চায় না,সবাই উড়তে চায়,  গভীর নীল সমুদ্রে বেড়াতে ভালো লাগে সবার,
চিরদিনের মতো দেশান্তরী হতে,একদম নয়।
সবাই  জঙ্গল ভালবাসি,জঙ্গলে থাকতে নয়,
যে যেখানের,তাকে সেখানেই,ভালো মানায়,
রাখাল,খোলা মাঠে,আকাশের নিচে,গরু চরায়,
এই আনন্দের চেয়ে,তার কাছে কিছু নেই দামী,
সময় গেছে সরে সরে,শুধু বদলাইনি আমি।
উড়ে যাওয়া সবুজ পাখি,ভাবে কি তার কথা,
সে পড়ে আছে কোথায়?কোনো  আবর্জনাতে। গৃহকর্তা হয়তো কিছু মূল্যে,বিক্রি করেছে তাকে,
বা কোনো জঙ্জালে,মৃত কঙ্কালটা ঘুমিয়েছে,
হয়তো তার কোনো অস্তিত্বই নেই,চরাচরব্যাপী।
কতো কষ্টে হয়তো,ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছে সে,
আর তার ভালোবাসা,মুক্ত আকাশে বিরাগী,
হয়তো ভুলেও ভাবেনা,ঐ খাঁচার বন্ধুবিচ্ছেদ।
ভেবেছি অনেক রূপকথা,এবার আমি থামি,
সময় গেছে সরে সরে,শুধু বদলাইনি আমি।