যখন চয়েছি তোমায়,ছিলে না তুমি পাশে,
আজ বিকেলের,হলুদ রৌদ্রে,এলে ভালোবেসে
এ যে ভালোবাসা নয়,ভালো লাগার মায়া,
মম ভালবাসার ভান্ডার,তুমি নও,সে যে ছায়া,
তার ছায়াতলে আমি এক,তৃষ্ণার্ত প্রেমিক,
তুমি ছিলে ব্যস্ত জীবনে,আমার সমসাময়িক।
আজ কেন পড়তি বিকেল বেলা,মুখ ভারি,
প্রেরণার ছলে,তোরে শুধু গান শোনাতে পারি।
কিছু দেওয়ার নেই আমার,আমি যে স্বার্থপর,
একদিন মিথ্যা প্রেমে,বেঁধে ছিলি তাসের ঘর।
কালো মেঘের আড়ালে যেমন,সূর্য হাসে না,
তেমনি বৃষ্টি ছাড়া কেউ তারে,ভালোবাসে না।
হারানো প্রেমিকা,ভুলে যদি,কভু আসে ফিরে ,
সে তো স্বপ্ন, নতুবা কল্পনার ছবি,আঁকা নীরে।
যদি তোকে বলি,দেবো ভালবাসা,তা যে মিথ্যে
ছায়ার নাম,ছায়ার ছবি,সদায় মম চিত্তে।
সেখানে আছে স্পন্দন,জীবন্ত হাতে আঁকা ছবি
আমি কবি নই,তবুও তার মনে আমি যেন কবি
তার কবিতার খাতায়,ছন্দে লেখা আমার নাম,
ছন্দ পতন চাইবো কেমনে,আমি যে তার ঠাম।
পেতে চাও ভালোবাসা যদি,এই বিদায় বেলা,
করে ছিলে কেন,সেদিন তুমি,আমায় অবহেলা।
তুমি কি পাগলী?না আমার মনের কল্পনা মাত্র,
তখন তোমার অনন্ত যৌবন,আমি স্কুলের ছাত্র
সাইকেলটা ছিল মোর সাথে,কাঁধে ঝোলা ব্যাগ
মনে ছিলো ভালোবাসা,আর স্কুলের নাম ট্যাগ।
সময় পেলে আরও গল্প,বলবো আর একদিন,
এবার যাওয়ার সময় হলো,ঘুমেতে বিলীন।