সব কিছু আজ পালটে গেছে,ছোট্ট ঘরে বন্দী,
টাকা রাখার নতুন খেলার,কিসের এতো ফন্দি।
মানিব্যাগে থাকে না টাকা,কার্ড ভর্তি পকেটে,
টাকার দেখা না পেলেও,সেই যে তুমি বকাটে।
টাকা চাই,আছে এ টি এম,যাবে কেন ব্যাঙ্কে,
আছে ক্যালকুলেটর তবুও,কেন কাঁচা অঙ্কে।
ক্রেডিটকার্ড আছে এখন,লোন পাবে আরামে,
বিল বাড়ুক ক্ষতি নাই,এ সি চালান গরমে।
কর দেওয়া চাই বছর বছর,আছে প্যান কার্ড,
রোগ হয়েছে দেখাও দেখি,সামাজিক মুক্তি কার্ড।
ভোটের আগে মাতামাতি,ভোটার কার্ডের সঙ্গে,
সঠিক কোনো ভোটার কার্ড,পাবেনা এই বঙ্গে।
আধার কার্ড ভুলে ভরা,সংসধনেও কষ্টকর,
জবকার্ডেও নাইকো টাকা,খরচা হবে অগোচর।
কর্মস্থলে আই ডি কার্ড,পাঞ্চ করে ঢুকতে হয়,
হওনা তুমি যতই চেনা,সবার আছে মনে ভয়।
রেশন কার্ডেও সব হবে না,অনেক আছে দ্বন্দ্ব,
আজকে সমাজ ভাবে কি?অন্যের ভালো মন্দ।
পাঁচ বছরে খারাপ হলে,ওয়ারেন্টি কার্ড সঙ্গী,
গ্যারান্টি কার্ড দিচ্ছে সরকার,ধংশ হবে জঙ্গী।
গ্রীন কার্ড পাওয়ার আশায়,আমেরিকায় যুদ্ধ,
চলছে দেখি তাসের খেলা,জনতা আজ ক্রদ্ধ।
নানান স্বাদের কার্ডের মজা,প্রতিনিয়ত চলছে,
উন্নয়নের আজব খেলায়,শান্তি হবে বলছে।
প্রতিবন্ধী কার্ড থাকলে,মাসকাবারি টাকা পাই,
সত্যিকারের প্রতিবন্ধীর,ভিক্ষা ছাড়া উপায় নাই।
এক্সচেঞ্জের কার্ড করলে,বেকারত্বের মুক্তি,
এবার বুঝি বডার কার্ডেই,চিনের সাথে চুক্তি।
সূর্য হয়তো উঠবে সেদিন,কার্ড দেখিয়ে সকালে,
চন্দ্রমামা কার্ড এনেছে,উঠবে নাকি বিকেলে।