আঁধার রাতের প্রদীপ তুমি,ছোট্ট ঘরে আলো
তুলসী তলায় নত হয়ে,বাসলি কেন ভালো।
সেই বিকেলে প্রথম দেখা,সবুজ মাখা গান
হিমেল হাওয়ায় স্নাত হয়ে,বাঁচলো মম প্রান।
প্রথম দেখার অনুভূতি,জাগায় মনে প্রেমগীতি
পথের মাঝে রইলো পড়ে,সজ্জাগত মম স্মৃতি।
স্মৃতিপাতা খোলার উপায় নাই,লেগেছে তালা
সেদিন সন্ধায় পরালে তুমি,পুষ্পিত সেই মালা।  তুমি আমায়,বেঁধেছ এমনই,লীলায়িত বন্ধনে
তোমায় পেলাম জানিনা আমি,কোন সাধনে।
জানিনা আমি, কতোটা ভালোবাসি তোমায়
এটাতো জানি,তুমি খুব ভালোবাস আমায়।
যদি ভুলে যাও কোন্ দিন,দুঃখ রবে না মনে
আমি আছি সদায় সর্বদা,তোমার মন্ বনে।
যেদিকে তাকাবে মম স্মৃতি,তোমার অনুচর
প্রথম দেখায়,মম প্রাণ, সর্বদাই তোমার গোচর।