জানি তুমি আছো রেগে,মন ভরা দুখ
তোমার কাছে খুঁজে পাই,আমার সর্বসুখ।
অভিমান করোনা ছায়া,তুমি মোর প্রীয়া
কাছে টেনে নিও তুমি,মন ভরাইয়া দিয়া।
তুমি আমার ভালোবাসা,তুমি মোর দিবা
তুমি ছাড়া আছে কে,এই ভূবনে কিবা।
চোখ বুজালে তব স্মৃতি,আমার মন্ মাঝে
প্রেম প্রীয়াসি মনের গিটার,সদায় যেন বাজে।
লম্বা চুলের আড়ালেতে,অনেক স্বপ্ন রতো
রঙিন রঙে আঁকবো আমি,তব মনের মতো।
থাকবে সেথা সুখের পাহাড়,গোলাপেরই গাঁ
মন মাতানো বাঁশির সুরে, সা,রে,গা,মা,পা।
তুমি কি হবে আমার রাধা?অপেক্ষাতে আমি
আমি তবে কৃষ্ণ হবো,আমিই তোমার স্বামী।
সত্যিই যদি ভালোবাস,দুখ রেখোনা মনে
মালা পরে বসে থেকো,লাগুক তোমায় কোনে।
তোমায় পাওয়ার পর,দুঃখরা বসে বসে কাঁদে
সুখের ঘরে,আগ লাগানোর,নতুন ফাঁদ বাঁধে।
ওগো প্রীয়া মোর,ভুল বোঝ্না মোরে
আমি যে তোমার দাস, কেটে গলো চার মাস
হেথা আমি একা,সব তোমার জন্য লেখা
বসে বসে ভাবি, তোমাকে সদায়, সারাদিন
কতো দিন হয়নি দেখা,মন মানেনা তুমি হীন
ভালোবাসার পথিক আমি,চাই ভালবাসা
আঁচলেতে বেঁধে রেখো,এটা মোর আশা।