পারবো না আমি,তোকে ছাড়া অন্যকে ভালোবাসতে
তবে দুপুরের রৌদ্রে,তুমি কেন কাছে আসতে?
ভাবনা মনে শুধু,তোমার কাছে যাওয়া,
মেঘলা দিনেতে,তোমায় কাছে পাওয়া।
তোমায় দেখার ইচ্ছা গুলো,সদাই করে কল্পনা,
বুঝিনি আমি ছলনার প্রেম,করেছে শুধুই জল্পনা।
চোখ ভোরে আজ তোরে দেখি,তোরে দরকার,
অন্ধ মনে জ্বেলেছ্ তুমি,প্রদীপ বারেবার।
না বলা কিছু কথা,আমার কাছে জমে আছে,
বলবো সে সব কথা আজ,তোমার কাছে।
অনেক দিন মনের মাঝে,রয়েছে জমা,
তুমি শুনবে কি,আমার প্রিয়তমা?


যেদিন তুমি হাতটা রেখে,ঘুরেছিলে আমার সাথে,
প্রথম হৃদয় গলে ছিল,নানান অজুহাতে,
প্রথম তোমাকে কাছ থেকে,আরও কাছে পাওয়া,
প্রথম প্রেমের অনুভবে,আমার হৃদয় গলে যাওয়া।
তোমার প্রথম লেখা চিঠি,সেটা শুধু চিঠি নয়,
তখন পাগল এ মন,আমি তোমার প্রেমে তন্ময়।
জানি ভিজবে হৃদয় আমার,ঘন বর্ষায়,
জ্বালাবে এ মন আমার,তোর ইসারায়।
মন কেন বসে কাঁদে,নেই যে আমার আজ কেহ,
ভুল করে তবু তুমি,আমায় ভালোবেসে যেও।
তবু মনের মাঝে,কতো কিছু আছে জমা,
তুমি শুনবে কি,আমার প্রিয়তমা?


হারিয়ে যেতে ইচ্ছে করে,আকাশের ঠিকানায়,
যেন নদী হয়ে চলে যাই,তোরই মোহনায়।
আবেগ গুলো কষ্টে বাঁধা,হতে চায় যেন নদী,
ভয় যে লাগে,ভুল বুঝে,তুমি চলে যাও যদি।
নুড়িপাথরে ঘর যে বেঁধে,লিখেছিলে অভিমান,
ভালোবেসে মন পোড়ালে,এ তোমার কি প্রতিদান?
তবুও বুঝে নিও,আমার নিরব ভালোবাসা,
ভুলিনি আমি আজও,তোমার কাছে আসা।
মনের কথা লিখে দিলাম,তুমি পড়ে নিও,
মনের ঘরে একটু,ভালোবাসা রেখে দিও।
মনের ডাকে অনেক চিঠি,আছে জমা,
তুমি শুনবে কি,আমার প্রিয়তমা?