তুমি মনের মানুষ আমার,ভলোবাসি তাই,
তুমি,এতো কেন, ভালোবাস আমায়?
মাঝে মাঝে মনে হয়,সব কিছু মিথ্যা
মানুষ কি কখনো,এতোটা ভালো হয়!
তোমার হাসি,আমার মনে বাজায় বাঁশি
বাঁশির আবেগী সুরে,পাগল আমার মন,
তোমার সৃষ্ট কাননে আমি,ঘুরি সারাক্ষণ।
কষ্ট হলে মন্ বনে, বুলাও নরম হাত,
দু:খ পেলে সামনে থাক,তুমিই মম ছাদ।
চোখের জলে ধুয়েছ্ তুমি,আমার পদতল,
ওরে প্রীয়া তোকে ছাড়া,কেমনে বাঁচি বল।
মনকে ডোবাও ঠান্ডা জলে,উষ্ণ বালুকায়,
তুমি, এতো কেন, ভলোবাস আমায়?
তুমি আজ আমার,জীবনে প্রহরীর মতো,
কার্যে বন্দী করে নয়, আকলে রাখো সদায়,
তোমার মায়া,আমার হৃদয় পায়যে ছায়া,
প্রজাপতির ডানার মতো,রঙিন তোমার মন
সারা দুনিয়া বেড়িয়ে আমি,পাইনি এমন ধন।
নীরবতায় বাঁধ আমায়,চঞ্চলিত এই মন,
সুরের মূর্ছনায় ভরিয়ে রাখ্,আমার এ জীবন।
চাঁদের ছায়া পড়বে বলে,এলাও তোমার চুল,
ঢেকে রাখ্ মুখটি আমার,হয়না তোমার ভুল।
এতো সুখের আবদারেতে,অধিক কান্না পায়,
তুমি,এতো কেন,ভালোবাস আমায়?