আমি,মৃত্যুর আর এক নাম দিয়েছি,ঘুম
ঘুমই হচ্ছে মৃত্যুর এক,পরিবর্তনীয় অধ্যায়।
ঘুমের সাথে মৃত্যুর,অভাবনীয় সাদৃশ্য দেখি,
ঘুমের মধ্যে ,দিন বা রাতের বৈসাদৃশ্য নেই।
কবরের মধ্যে শুয়েও ,স্বপ্ন দেখতে পারেন।
হয়তো সে ঘুম আর,ভাঙবে না কোনো দিন,
তবুও সবাই এখোন,জেগেই ঘুমাই বোধ হয়!
কেননা এখোন সবাই,মৃতের পর্যায় রুপান্তর,
তাই মানব সমাজের,চোখে নিদ্রাহীনতা স্পষ্ট,
সবাই মৃত্যুকে ভয় পাই,ঘুমাতে ভয় পাই না,
কিন্তু তাদের আজানা,ঘুমই মৃত্যুর জন্য দায়ি।
ঘুমন্ত প্রাণে যে কেউ,ছুরি রক্তিম করতে পারে,
আপনি জানবেন না,যে আপনি মৃত না ঘুমন্ত।
স্বপ্নের দেশে গিয়েও,আর ফিরতে পারবেন না,
ইচ্ছা থাকলেও না,হারাবেন মৃতের আন্ধকারে।
তাই ঘুমাও সচেতনেই,প্রহরীর বল্লমের ন্যায়,
ধারালো ফোলাতে অমৃতের প্রলেপ লাগিয়ে।
নতুবা মৃত্যু আপনাকে গ্রাস করবে,দেখবেন,
শেষ যাত্রারম্ভের,সুগন্ধি শুভ্র পুষ্প বর্ষার ধুম,
তাই আমি,মৃত্যুর আর এক নাম দিয়েছি,ঘুম।