আবার এসেছ ফিরে,মাগো একি তোমার রূপ?
দেখে যাও কি হয়েছে হেথা,চারদিক সব চুপ।
তোমার মুখেও মাস্ক,হাতে গ্লাব্স,কমুন্ডলে কি?
কোরনা মারবার ব্রহ্মাস্ত্র? সেনিটাজার বুঝি?
মা,গণেশ আসে নি?আসেনি তোমার বাহন?
তাদের প্রচণ্ড জ্বর,স্বর্গেই কষ্ট করছে সহন।
কি করেছিস পৃথিবীটাকে,মুক্ত বাতাস নাই,
চারিদিকে শুধু,মৃতের গন্ধ,আসতে চাইনি তাই।
তবুও এলে,কষ্ট করে,মাগো,একি তোমার রূপ?
নিষ্ঠুর এই মহামারী,সবাইকে করেছে  চুপ।


ভাবছি এবার এখান থেকে,নিয়ে যাব ডাক্তার,
তোর বাবার বুকের ব্যথা,অনেক হয়েছে ধার।
স্বর্গরাজ্যেও বাকি নাই,কোরনার আক্রমন,
চিকিৎসায় শেষ হয়েছে,জমানো ছিল যত ধন।
তাইতো এলাম ভয়ে ভয়ে,না এসে উপায় নাই,
খালি পেটে সবাই বসে,পায়ে হেঁটে এলাম তাই।
দশমীর দিন যাব বাড়ি,লকডাউনে সব বন্ধ,
তোদের ত্রানের টাকা নিলে,হয়না কিছুই মন্দ।
প্রনাম করি কেমনে মাগো,একি তোমার রূপ?
তুমি এসেছ কিন্তু তবুও,চারিদিক সব চুপ।


তোমার চরণ জুতায় ঢাকা,ত্রিনয়নও বন্ধ,
ঢাকের শব্দ না থাকলেও,হয়নি কিছুই মন্দ।
মন্ডপটাও বেশ হয়েছে,মহামারীর আদলে,
কাটমানি কাটবিনা আর,গাঁজা সিদ্দির বদলে।
ঘি,মধু,গঙ্গাজল কিছুই দেবার,দরকার নাই,
হ্যান্ড ওয়াশ,সেনিটাইজার,বিধি মেনে যদি পাই।
একশো আটটা পদ্ম এবার,না দিলেও চলবে,
কয়েকশো পি পি য়ি দিবি,জয় মানুষের বলবে।
এতো দেরি হলো মাগো,একি তোমার রূপ?
এখন কেন কউনা কথা,এখন কেন চুপ।

মহালয়া হয়েছে আনেক দিন,বেরিয়েছ্ লেটে?
না,লকডাউনতো,কৈলাস থেকে আসছি হেঁটে।
পরে কথা হবে মা,একটু মুখে কিছু দাও,
এনেছিস নাকি এবারেও,বম্বের বড়া পাও?
না,ওখানে সব বন্ধ,দই মিষ্টি,লুচি সুজি চলবে?
না,শুধু গরম চা,আর কিছু লাগলে বলবে।
কোথায় গেলি সব?এইতো কাছেই আছি মা,
বলো কি চাই তোমার,সোশ্যালডিসট্যান্সিং মা।
কাছে না,দূরে যা,মাগো একি তোমার রূপ?
সবার বাড়িতে তালা এখন,সবাই হয়েছে চুপ।


তা ভালো,এই জন্যই ছেলে মেয়ে কেউ এলোনা,
পূজার আনন্দ,সবাই এক সাথে,এবারে হলোনা।
ধূনুচি নাচ ঢাকের তালে,সব হয়েছে নষ্ট,
মিলন মেলায় কেউ আসেনি,মনে সদাই কষ্ট।
যা দিয়েছি তা নিয়ে মা,সন্তুষ্ট হও এ বছর,
পরের বছর আবার হবে,কোরনা কি সদাই রবে,
এবার তবে যাই,বাঁচলে ফিরে আসবো আবার,
বুঝি কষ্ট সবার,এখন কিছুই নেইকো দেবার।
ছেঁড়া ব্স্ত্র পরনে মাগো,একি তোমার রূপ?
লকডাউনই কেড়েছে খুশি,আজকে সবাই চুপ।