পদ্ম দীঘির পাড়ে,যখন কাটতো আমার বেলা,
তোমার অপেক্ষায়,দুপুরের শান্ত এলো চুলে,
আসতে তুমি,ঝিরিঝিরি শ্রবণের ধারা নিয়ে।
শান্ত দীঘির নির্মল ভারি জল,তার যৌবনারম্ভের,
লীলায়িত কুন্তল,রমণীর ন্যায় প্রস্ফুটিত।
শ্যাওলা গুলো যেন তার,অলঙ্কারের দারোয়ান,
কিছু কচুরিপানা,মনে করিয়ে দেয়,আমরাও
মহারানীর চর,বাতাসে এপার থেকে ওপার,
ভেসে চলে বেগুনি পাল তুলে,চরের মতোই।
পদ্ম দীঘির ধারে,ফুটতো রঙিন পদ্মমণিকা,
জলে খেলে হাঁসের দল,রঙিন বিকেল বেলা,
তাদের তাড়া নাই,ফিরে যাওয়ার,সন্ধাকালে।
দীঘির কোলে,জলঢোড়া সাপের,লুকাচুরি খেলা,
সে এক নতুন আনন্দের পরিচয়ের,মুগ্ধ করণ।
সাদা কাপড়ে বক গুলো,যেন আনন্দের উৎসর্গ,
তারা মাছের সাথে,চোর পুলিশ খেলে নিরালায়,
ডানা মেলা মাছরাঙাতো দীঘির সুন্দর্যের প্রতীক,
তার শব্দে শৈশব,যৌবন,কেটে গেছে আমার।
কখনো আবার দেখি,শোল-শালের ফুট কাটা,
জলের বুকে তারা যেন,আঁকে বুঝি আলপণা।
বাঁকা,জলে ঝুঁকেপড়া তালগাছে,বাবুইএর বাসা,
বাঁসার ছায়াপড়া জল,শিখিয়েছে অনেক কিছু,
তাল গুলোকে ডাকে ঐ যৌবনবতী,চলে আয়,
সঙ্গে-সঙ্গে ঝাঁপ দেয় তারা,সবে ভাবি তাল পড়েছে,
তা নয়,দীঘির প্রেমের আকর্ষণশক্তির ফলাফল।
দেখেছি অনেক প্রজাপতি,তোমার গায়ে বসতি, শুনেছি ভ্রমরের পল্লীগীতি,কোকিলের খেয়াল,
চড়ুই,সালিক,ছাতার,পাখির,ঝগড়ার কলরব,
সন্ধায় ব্যাঙের চিৎকার,আর ঝিঁঝিঁ পোকার ডাক,
নির্জন সন্ধাকে ব্যস্ত করে তোলে,জনাকির আলো,
সন্ধার কালো হরিণ চোখে,এেঁকে দেয় সন্ধামণি
মাঝে মাঝে পেঁচার ডাকগুলো,প্রহরীর মায়াবী
মণিকোটরে কল্পনীয় জাদুকরের,মন্ত্র উচ্চারণ।
রাতে যখন,চাঁদের রূপালি আলোয়,ধুয়ে যায়,
ধরণীর ক্লান্তি,তারই ছায়া পড়ে,দীঘির মিরারে,
ছেলবেলায় সাঁতার কেটেছি অনেক,ঐ দীঘিতে
এখন আছে কি সেই দীঘি?আছে ভরা স্মৃতিতে।