বীতমোহ মোর অনাবৃত্তি,জানি তুমি মৃতসঞ্জীবনী
এজমালি নও কভু,তুমি মোর বজ্র একাঘ্নী।
তোমার জীবনের বদ্ধ পেখম,মোর বীপ্সা
তোমার কারনে ময়ূর-ময়ূরী করে সন্ধিৎসা।
তুমি আমার বালেন্দু,কাক জ্যোৎস্না ষোড়শী
চিত্ত মোর পুষ্পসার,তব কাছ থেকে ফরমায়েসী।
তব কুন্তল মিশ কালো,যে রাত্রি কালিন আলো
মোর হৃদয় পত্রের জলবিন্দু,সামনে তুমি চলো।
আত্মঘাতী হয়ে,সানুদেশ থেকে তোমায় ইপসা
যদি না পারি তবে আমি,করিবো জিহীর্ষা।  
গহীন শৈকতে তোমায় নিয়ে,নিকেতন নির্মিৎসা
আকন্ঠ আকর্ন বদ্ধ মোর,ভুল চক্ষুমিষা।
তব চিত্ত কোঠরে আলোকবিন্দু ভরিয়ে,প্রিয়াচিকীর্ষু
তোমার ত্বরে আমি,কুম্ভিপাক সেটা পর্যুন্ত সহিষ্ণু ।
কল্লোল তব,কন্ঠস্বর মম অন্তরে আহত
মম মনের কোকিলের ডাক,তোমার জন্য ভস্মীভূত।
তব নাম,মোর হৃদগগনে চির নামাঙ্কিত
তব আঁখি,মোর আত্মজীবনে অপ্রতিহত।
হয়তো তুমি কলহান্তরিতা স্বেচ্ছাধীন
মম খাঁচা শূন্যহীন,সত্যি তুমবিন।।