আমার দুঃখ এখন,তোমার জীবনে রুপান্তর
দুঃখের সীমা নেই তোর,নাই কোন্ প্রান্তর।
চেয়েছিলে তুমি একটু সুখ,মিছক ভালোবাসাকে নিয়ে
কিভাবে নেভাবে তুমি দুঃখ,কষ্ট ঢাকবে কি দিয়ে।
যতটা কষ্ট তুমি,দিয়েছ আমাকে,যতটা অশ্রু তুমি ঝরালে এ চোখে
কষ্ট পাবে তুমি,তারও বেশি জীবনে,থাকবে শুধুই দুঃখে।
মনের ক্ষতের কথা,বলতে পারবে না কউকে,কোনো দিন
শুধু জানবো আমি,সুখ মন্দির কষ্টে হবে লীন বিলীন।
কাঁদবে তুমি মন ভরে,ভিজবে মনের মাটি
দুঃখের সাথে বন্ধুত্ব হবে,আর,থাকবে পরিপাটী ।
সুখের বদন পাবেনা খুঁজে,কাঁদবে তুমি চক্ষু বুজে
দিনের শেষে,মনের দেশে,ভাববে তুমি মুঝে।
তুমি জানবে আজও এ প্রান ভালেবাসে তোমায়
কি ভুল ছিল আমার,কেন তুমি কাঁদালে আমায়।