নিশিত রাতে ভিজবো দুজন,প্রমের বর্ষণে
ভালোবাসার জয়গান আমি গাইবো মনে মনে।
শিক্ত হবে চক্ষু আমার,ঝরবে অপাঙ্গে বারি
সেই বসন্তে পরবে তুমি,রঙবে রঙের শাড়ি।
কেন এলে জীবন পথে,কেন এলে প্রীয়া
দুঃখ দিয়া চলে গেলে,জল ঝরাইয়া দিয়া।
সাঁঝের তারা ফুটবে যখন,তুলসী তলায় রত                                            ঈশ্বরের কাছে পার্থণা তুমি,করবে কতশত।
জ্বলবে হাতে প্রদীপ তোমার,পরনে রঙিন শাড়ি
এই দর্শনে তোমায় আমি,কিভাবে বল ছাড়ি।
কলস কাঁকে যাবে যখন,জলের ত্বরে ঘাটে
হয়তো আমি থাকব সেদিন,তোমার হৃদয় মাঠে।
আকাশ দেখে গাইবে তুমি,মনের মাঝে মেলা
তোমার ত্বরে যাইবে মোর,জীবন পথেই বেলা।
উঠবে সূর্য,বইবে বাতাস,ঝরবে ধরায় জল
হৃদয় দীঘির পদ্ম তখন,দুলবে টলমল।
প্রথম প্রেমের উত্তাপেতে,শিক্ত হয়েছে আজ
তোমায় পাওয়া,এটাই আমার সবসে বড়ো কাজ।