নীড় লাগে নীরতে,পাখি বলে আয়ু হরা
মেঘ বলে এবে আমি,ঝরে হব সারা।
কর্নে আমি শুনিতে পেলাম,কে যেন বিরহে ডাকিল
নয়নে আমার দৃষ্টিমান হয়ে,কে যান কি মাগিল।
তোমার চরন পরে,করি আমি মিনতি
মম মন তোমার জানায়,সৌধিক প্রনতি।
ভ্রমর ভ্রমরী দোল খায়,ফুলের্ শিরে
তোমার জন্য শিক্ত হই,মম নয়নের নীরে।
তোমার জন্য সবই পারি,হারাতে জীবন
তব পানে চেয়ে রহে,আমারই নয়ন।
তোমার জন্য আমার পথে,শির নত
পথ দিয়ে যায় কত রমনী,তোমারই মতো।
তুমি ছাড়া মম চিত্তে,নেই আর কেহ
যদি থাকে তবে হবে,মোর মৃতদেহ।
তোমার জন্য সাজিয়েছি আমি,নিজ হাতে অর্ঘ্য
তোমার মধ্যে খুজে পেতে চাই,শান্তির স্বর্গ।
আমার অরন্যে তুমিই হবে,বৃহৎ এক ত্রাস
তোমায় নিয়ে আমি কেবল,করছি মহোল্লাস।
তোমার জন্য অ৳ল রব,জীবন পথে আমি
ভুল করে ভাই কেন আমি,বারে বারে বল থামি।
মম অন্তরে তুমি রয়েছ,হয়ে লোহার জাল
তব মুখ উদিত হবে,মম চিত্তে চিরকাল।
রাস্তায় যখন চলি আমি,তুমি থাক্ পাশে
সর্বদা তুমি থাক,ট্রাম বাস ও ক্লাসে।
শেষ জিবনের ডায়েরিতে,তুমি হবে মোর স্মৃতি
সেই দিন সমান্ত হবে,সব প্রেম প্রীতি ।
মনের ভূমির রাজপ্রাসাদে,তুমি সেই রাজা
মাথা পেতে নিতে পারি,যদি তুমি দাও সাজা।
ভেঁঙে গেল মোর সুখের নীড়,তব শ্রাবণ্ মূলে
হঠাৎ যেন শান্তি বুঝি,রেগে,চলে গেল দুলে।
তোমার জীবনে খেলে যাবে জানি,সুখের ঝঙ্কার
তোমার জন্য আমার প্রান,শুধু পাবে শঙ্কার।
তব কথা ভাবি আমি,দীর্ঘশ্বাস  ফেলে
তুমি কেন চলে যাও,মোরে পাস ফেলে।
তোমার জন্য সুখের বাগান,এনেছে খবর খাস
তুমি তা সুখের সাথে,করিলে না কেন গ্রাস ।
তুমিই আমার হীরক খন্ড,তুমিই চোখের সোনা
তুমিই যানি করবে আমার,মৃত্যু ঘোষণা ।
তোমার জন্য তরী আমার,যায় কেন থেমে?
তোমার জন্য যাত্রীরা কেন,চলে যায় নেমে?
শেষ কথা বলে ফেলি,শেষ লাইনে
বাঁচিবেনা মম প্রান,স্যাচ তুমি বিনে।