যখন তুমি ছিলে সাথে,সুখ ছিল বুক ভরা
ছেড়ে চলে গেছ তুমি,হয়তো শেষ বোঝাপড়া।
যখন তুমি ছিলে সাথে,ফুলের কলিরা ফুটত
হাতে হাতে রাখতে যদি,কোনো মালী জুটত।
তাকে দেখার কেউ নাই,তুমি নেই বলে
ভ্রমরেরাও আর আসে না দলে দলে।
প্রজাপতিরও দেখা নাই,রঙ বাহারী পাখা নাই
তারা যেন তোমার দেখা চায়,
কারা যেন তোমাকে নিয়ে,বেসুরে গান গায়।
চাঁদকেও আর ভালো লাগেনা,ভালো লাগেনা আঁকতে
তুমি নেই,ভোর হয়ে যায় তোমায় ভাবতে ভাবতে।
এইতো আছি বেশ,তোমায় ছাড়া একা একা
তবে কেন আর,স্বপ্নের মায়া জালে ভেসে থাকা।
যখন থাকতে সাথে,ঝরনা কথা বলত হেসে
শ্নীক্ত হত শরীর আমার,হয়ত তোমায় ভালবেসে।
কম্পিত ঠোঁটে,রাঙা লাজে শুপ্ত থাকতে তুমি
অপাঙ্গে কখন বান এসেছে,ভিজল মরুভূমি ।
আজও এই থর,শীক্ত তোমার জন্য
জীবনে আমার জন্মেছে শুধু,শূন্যতার অরন্য।