কেন তুমি বিদায় বেলায়,চলে যাও মরে পিছে ফেলে
এ হৃদয় ভাবেনি কোনদিন চালিয়া যাবে, অন্য দিকে চোখ মেলে।
হাজার তারার মাঝে যেমন খসে পড়ে কোনো তারা,তা হয়তো আমি
ক্ষনভঙ্গুর আমি তবপানে চিত্ত মোর,খেচর হায় অনুগামী।
জানতো হৃদয় জানতো তারা,তোমার সাথে মিলন মোর হবেই হবে ছাড়া
অন্ধের অন্ধকারের মধ্য দিয়ে,পেয়েছিলাম তোমায় প্রেমি
বন্ধু তুমি বেসেছ ভাল বল মোরে আজ,অঙ্কে বল কত সেমি।
শেষ মুহূর্তে হবে কি নাহি কথা,বোঝনি কি তুমি অন্তর্ কথা
যদি বুঝে থাকো,এ ফাটল জমিতে জলের ধারা বহিয়া মেটাও ব্যথা ।
পরিনামদর্শী নই আমি,কল্পনার মায়াজালে বন্দ হয়ে কেটেছে কত রাত্রি
হয়তো ভেবেছ তুমি,হয়তো নয়,ভেবেছ মিছক অন্ধ পিরীতি।
প্রেপসু আমি তবু পীড্যমান প্রত্যক্ষ প্রিয়চিকীর্ষা
অন্যের হস্তগত হবে যেদিন,তুমি হয়তো হবে মোর ইরসা।
কিছু কথা মনে পড়ে সৃতির ভিড়ে,হারিয়ে যায় কোনো কথা
সেই রুপ অন্তর জালে পড়েনি ধরা,সেই প্রেম হেথা।
জীবনে আমি এঁকেছি ছবি,করেছি অনেক রং
কিন্তু আমি পারিনি তোমায়,রংদিয়ে বানাতে কোনো সং ।
মনি আমি,চুরাব তোমায়,খুজবে তোমার সাপ
ভুল করে আমি ধরেছি তোমায়,করব্ মনস্তাপ ।
তোমার জন্য দিতে পারি আমি,মম প্রান
কেন তুমি বল মোরে করছো অভিমান ।
তোমার পরশ পায়নি এ মন,করেনি কোনো আশা
বন্ধু তুমি বুঝেছিলে কি,মোর ভালবাসা ।
প্রতিটি ফুলের পাপড়ি ছিড়ে,তমায় করেছি তল্লাস
সব আমি শেষ করে,কেবল দুঃখের সহিত হয়েছি হতাশ ।
তমার জন্য মম আঁখি উকি দিয়া চায়,চাঁদের মায়ায়
বাঁদুড় উড়ে গিয়ে বলে ওঠে,আকাশ কুসুম প্রান বাঁচায়।