মৃত্যু পথের পথিক আমি,সরভঙ্গ অধঃকায়
হয়তো আমি দুর্মুখ,আধুত,শুধু উজান বায়।
উপাস্য আছে যে,প্রতিভাত,তুমি কি তার ইন্দ্রাণী
হয়তো তুমি একনিষ্ঠ,বাঙনিষ্ঠ,ক্ষীয়মাণ এই একাঘ্নী।
জানিনা কাম্য তুমি কিনা,উঞ্ছবৃত্তি আমার সব আগুলফ গ্রহণীয়
আমি যে জীবন্মৃত,ডমরুমধ্য,হৃদয় দিৎসা,আপাদমস্তক তোমায় প্রিয়।
তোমার জীবনে বিবিক্ষু আমি,দাও মধুকরি,আমিতো হীনম্মন্যতা
স্ত্রৈণ আমি তুমি পেয়,লস্য তুমি অকৃতদার,সুবোধ্য নও তোমার উচ্চতা।
অপ্রতিহত দুর্দম তুমি ,অকিঞ্চৎকর দুরারোহ উদীয়মান
শুভক্ষণে জন্ম তোমার,ষান্মাসিক জিঘাংসা আমার বর্তমান ।
কিন্তু গুণগ্রাহী আমি,সহিষ্ণু আমি,পারিনা তোমায় ভুলতে
ব্রীড়া আমার শুভার্থী তব,তুমি দেখনহাসি,তাই হৃৎ পাপড়ি খুলতে।  
বিষকুম্ভ আমার বধ্য বন্ধুত্ব,দেখাই কেমনে আজ,ওগো বুদ্ধিজীবী  
ঐশ্বরিক সুপ্রতীক তুমি,কবোষ্ণ আলোল আধুত নীলাভ দেবী ।