সুপর্ণা তুমি আমার জীবনে,হঠাৎ ঝোড়ো হাওয়া
তোমার জন্যে মোর জীবনে,নতুন গান গাওয়া।
তোমার জন্যে নীল আকাশে,মুক্ত চখে চাওয়া
তোমার জন্যে ভাঙা হৃদয়,নতুন করে পাওয়া।
তোমার জন্যে আমার মনে,এসেছে নব তরীর দাড় বাওয়া।
তোমার জন্যে বট্ বৃক্ষে,পড়েছে আজও ছায়া।
তোমার জন্যে বসে আছে মন,এখন্ হয়নি খাওয়া।
সূপর্ণা তুমি আমার জীবনে,হঠাত ঝোড়ো হাওয়া।
জানিনা আমি জানবেনা তুমি,কথায় আমার ক্ষত
জানিনা আমি জানবেনা তুমি,কেন এ ধ্যনে রত
জানিনা আমি জানবেনা তুমি,হচ্ছি কথায় প্রতিহত।
জানিনা আমি জানবেনা তুমি,হয়ত মরছি তমারই মতো।
তোমায় পাওয়ার জন্যে আমি,এখন স্বপ্নে রত
তুমি আমার সব কিছুই,তুমিই চাওয়া পাওয়া
সূপর্ণা তুমি আমার জীবনে,হঠাৎ ঝোড়ো হাওয়া।
তোমায় দেখে নতুন করে,বাঁচার ইচ্ছা হল
আমার বয়স ১৮হবে,তোমার বয়স ১৬ ।
তুমিই করেছ আমার মনে,প্রেমের সঞ্চার
এই দুনিয়ায় আমরা দুজন,কে বা কার?
জীবনে তুমি করেছ,নতুন সূর্যের আহ্বান
তুমিই কেবল দিতে পার,আমায় পরিত্রাণ
তোমার জন্যে সত্যি বলছি,দুঃখটা মেনে নওয়া
সূপর্ণা তুমি আমার জীবনে,হঠাৎ ঝোড়ো হাওয়া।
দেখেছি তোমায় স্কুলের পথে,দু চখেরই মিলন মতে
আপন মনে চলছ্ তুমি,কোমল পথে পথে।
তোমার পরশ পাচ্ছে যারা,তারা সবুজ শ্যামল
আমি যদি হতাম সেটা,ছুতাম পদতল।
কাকন যদি হোতাম তোমার,যেতাম তব কাঁকে
আপন মনে ডাকবো আমি,আমার মনের মাকে।
আমার জীবনে পড়েছে,তোমার ক্লান্তি হীন ছায়া
সূপর্ণা তুমি আমার জীবনে,হঠাৎ ঝোড়ো হাওয়া।
তোমার প্রশ্ন আমার কাছে,ছুঁড়ে দিতে পার আজ
মনে হয় এটাই তোমার,সর্ব শ্রেষ্ঠ শেষ কাজ।
যদি আমাকে প্রশ্ন কর,দেব সঠিক জবাব
করবেনা বল মনে মনে,তুমি অনুতাপ ।
ভালোবাসি তোমাকে আমি,বলছি বলব্ আজও
নতুনভাবে নতুন করে,আবার তুমি সাজ্
তোমার জন্যে আজও গঙ্গায়,অপেক্ষায় দাঁড় বাওয়া।
সূপর্ণা তুমি আমার জীবনে,হঠাৎ ঝোড়ো হাওয়া।