প্রেমে ফাটা মনটা আমার,মানে না কোনো বাধা
স্ত্রী রুপে চাই নি তোমায়,ওগো মোর শিরোধার্য রাধা।
তুমি আমার গার্ল ফ্রেন্ড নও,তুমি আমার ভালোবাসা
যে ভালোবাসাকে বুকে নিয়ে,বাঁচতে চাই সারা জীবন
যাতে কোনো চাওয়া পাওয়া থাকবেনা.........
হয়ত থাকবে শুধু,ধুলা জমে থাকা,অস্পষ্ট সৃতি গুলো
বিদায় বেলায়,একবার বলে যেও, ক্ষীয়মান এজমালি
খুজেছি তোমায় অনেক,অন্ধকারের পথে,পেয়েছি মরুবালি
জমে থাকা মৃত পাখির বুকে,বিঁধে থাকা তীর গুলিও মর্তুকাম
যখন কলসী কাঁকে কলে আসতে তুমি..........
যখন এলো চুলে দাঁড়াতে ছাদে তুমি............
যখন রাঙা কালো মুখে হাসতে তুমি,দেখেছি তোমায়
দেখেছি তোমার অপরূপ আঁখি,হোলির রঙএ সাজা
আজকের পর হয়ত,পর হবে তুমি দুঃখের বাদ্য বাজা ।
মনে পড়ে,সাইকেলে বসে ধরতে আমার কাঁধ
মনে পড়ে,ভ্যাসলিনের কৌটাতে,সেই ফেকা চিঠি
মনে পড়ে তোমার,সেই রঙের খেলা...........
মনে পড়ে তোমার সেই,আমার বিদায় বেলা
জানি না এখন,তোমার কাননে,কোন মন করে আছে বাস
হয়ত অন্য কেউ!হৃদয় জুড়ে তারাই করছে অভাবিত ত্রাস ।
আমি হয়ত তোমার কাছে,শুখনো ঝরে-পড়া  ফুল
হয়ত আমি,ঝরে যাওয়া তারা,পড়েছি হয়তো মারা!
হয়ত ডুবে থাকা,ছোট্ট নুড়িপাথরের মতো ভাব্ তুমি
হয়ত তুমিও একই পথের পথিক.......তা জানা নেই!
জানি আমি তুমিও দ্রবীভূত,প্রমের সাগরে বীরাজমান
ওগো,ক্ষুধার্থ ভিক্ষুক আমি,হৃদঝুলিতে দিও কিছু দান।