জীবন সাগরে ভসে ভেসে আমি,চলেছি ভুবন্ পারে
জাহাজ কেন চায় না যেতে,ফিরে আশে বারেবারে।
চলেছি আমি,চলছে সময়,চলিতেছে সভ্যতা
চলছে ধর্ম,চলছে কর্ম,চলিতেছে মত্ততা ।
উন্মাদের মতো চলছে জীবন,সারা কর্মে রত
এই ভাবে বলো পাপ পূণ্য,করবে তুমি কত।
যাই করনা,যাই বলনা,জীবন হবেই মাটি
কিসের ত্বরে,কার জন্য তুমি,করছ কাটাকাটি।
দ্বন্দ্বহানা করছ কেন?মারামারি নহে আজ
শেষ হবে সেই মৃত্যুকালে,তোমার সবই কাজ।
জীবন সাগরে ভাসতে ভাসতে,ডুববে যেদিন তরী
সেদিন তুমি কাকে নেবে,সঙ্গে তোমারি?
কেউ যাবে না তোমার সাথে,কেউ যাবে না ভুলে
ভষ্মিভুত হবে তুমি,ধরনীর চরনমূলে।
হয়ত তুমি পালঙ্কে সুতে,খেতে ভালমন্দ
মৃত্যুকালে সুতে হবে,মৃত্তিকাতেই আনন্দ।
কার জন্য করছ তুমি,টাকাকড়ি গাড়িবাড়ি
জীবন শেষে যেতেই হবে,তাদের কেউ ছাড়ি।
যে নারীদের রূপের দেমাক,চামড়া চাখা চাখি
ঐ দেহটিও হবে দেখ্,আগুনে মাখা মাখি।
হয়ত হবে পোড়া ছাই,হয়ত হবে মাটি
সবার জীবনে আসবে যেনো,শূন্য জীবনবাটি।
বুঝবে তুমি সন্ধাহলে,মনে হবে দিবার কথা
প্রশ্ন হবে মনে তোমার,কর্ম কি করেছ যথা যথা।
কিন্তু তখন করবার নেই,নিভবে জীবনবাতি
তখন তোমার আকাশ,বাতাস,মাটি মেঘ এরাই হবে সাথী ।
কুকাজে ভরছে হৃদয়,নেই কোনোতো আলো
এবার বলো তুমি ভেবে,কি করে হবে ভালো।
জীবন সাগরে চলতে চলতে,হবেই ডিঙি ফুটো
তখন কি আর পাপ করতে,চাইবে হাতের মুঠো।
না চাইলেও যেতে হবে,জীবন্ ভূবন্ পারে
তুমিই বলো তোমাকে সে,কোন নিয়মে ছাড়ে।
মুক্তির পথ দেখবে তুমি,বাঁশের দলায় চড়ে  
তোমার জীবনের সবকিছুই যাইবে সরে সরে।
তাই ভেবে জীবন পথে,কোরো না কোনো ভুল
জীবনে তুমি যদি চাও,সঠিক তব কূল।
জন্ম হলেই হবে শৈশব,হবে ভরা যৌবন
মৃত্যুকালে হবে যেন,দুঃখ সুখের ঘনবন।
মৃত্যু মানেই সব শেষ,মৃত্যু মানেই শুরু
মৃত্যু মানেই নতুন পথে,আমাদের চলা শুরু।