সুমনা তুমি নেই বলে,ঘুম আসে না চোখে
সুমনা তুমি নেই বলে,হৃদয় ভরে শোখে ।
তোমার জন্য,পথ চেয়ে বসে আছি একা একা
তোমার জন্য, নতুন করে পথ চলতে শেখা।
আমার মন ডুব দিয়েছে,গহিন অতল তলে
সুমনা তুমি নেই বলে।
সুমনা তুমি নেই বলে ভ্রমর আসে না ফুলে
সুমনা তুমি নেই বলে,তরী যায় না পাল তুলে।
তোমার জন্য খুলে দিতে পারি,মম হৃদপিন্ড
তোমার জন্য কেটে দিতে পারি,মম মুন্ড।
গ্রামের মেয়েরা জানি না কেন,আসে না তারা কলে
সুমনা তুমি নেই বলে।
সুমনা তুমি নেই বলে,আকাশ ছেয়েছে মেঘে
সুমনা তুমি নেই বলে,বায়ু চলছে গতিবেগে।
তোমার জন্য মনের প্রদীপ,জ্বলে রেখেছি আজও
আমার জন্য রাতের আকাশ,কালো মেঘেতে সাজ্।
আজও এ মন পেতে চাই তোমায়,নানা ছলে
সুমনা তুমি নেই বলে।
সুমনা তুমি নেই বলে,ঢেউ লাগে ভাঙা বুকে
সুমনা তুমি নেই বলে,কলঙ্ক লাগে মম মুখে।
তোমার জন্য আমার পথ,হয়েছে সংকীর্ণ
তোমার জন্য আমার দেহ,হয়েছে জীর্ণ শীর্ণ।
নিঝুম রাতে শব্দ না হয়,তোমার ঐ মলে
সুমনা তুমি নেই বলে।
সুমনা তুমি নেই বলে,জ্যোৎস্না ওঠেনি রাতে
সুমনা তুমি নেই বলে,সুখ নেই আজ সাথে।
তোমার জন্য মুক্ত বাতাসে,ঘুরতে পারিনি আজও
তোমার জন্যে মন্দিরের ঢাক,নাহি তবে ভাই বাজ্
শীতের রাতে শীত কাটে না,আমার কম্বলে
সুমনা তুমি নই বলে।