দুটি ফুল ছিল জোট বেঁধে
              দুঃখ সুখে কাটতো কেঁদে।
রবি দেখা দিলে পরে
               ভ্রাতা বলে ডাকে তারে।
পরকে আপন করে নিতে চায় সে
               তাদের মনের ব্যথা বঝে কে।
দোদুল্যমান জীবন তাদের
                ঝরবে কবে ঝড়ে
বায়ুর নাটে বাসনি পাতা
                ঝরে ঝরে ঐ পড়ে।
হৈমন্তি ফসল গুলি লয়ে যায় দশানন
দুই ফুল ভাবে তারা আমারও আপনঞ্জন।
কেউ দেখে না,বুনো ফুলে
                কেউ দেখে না,তারে ভুলে।
জীবন তাদের কাটে বুঝি,বড্ড অনাদরে
গোলাপ,চাঁপা হতে যদি থাকতো তারা দ্বারে
গ্রোত্রহীন হল বলে,দুঃখে জীবন ভরে।
না জানি কবে গাইবে তারা,জীবনের জয়গান
না জানি কবে পাবে তারা,সত্য পরিত্রাণ।
দিনের বেলায় ক্ষীণ আলো,যেন ডুমুরের ফুল
ক্ষীণ আলো দেখতে চাওয়া,এ যুগে বড়ই ভুই।
সবাই চলে উর্ধ্বেরে ভাই
                স্থির থাকার তো জো নাই।
সবাই চলে আলোর খোঁজে
                আলোর কাছে চক্ষু বুজে।
পাবে কি তারা,নতুন তারা
                পাবে কি তারা দুঃখ ছাড়া।
মনের মাঝেই বন্ধুরে ভাই
                 খুজতে তারে দূরসে যাই।
চক্ষু বুজে চল্লেরে ভাই
                  বন্ধু চেনা বড়ই দায়।