আজ তোমার বিদায় নেবার পালা এসেছে
জীবনের সব ধ্যান ধারনা যে,আমার মিথ্যা
যেন উড়ে গেছে,দেহের বসন খানি,মৃতকল্প
কল্পলোক হতে সে যেন চলেছে,কল্পিত অতীতে
বিষ মাখানো তির্যকদৃষ্টি যেন,হৃদয় বিদ্ধকারী
অতীতের কিছু স্মৃতি গুলি,যন্ত্রণার মহোঔষধি                                দিনলিপি খুবই খারাপ,কিন্তু নয় জীবননাশ
জীবনের মানচিত্র,কিছুটা বদলীকরণ,দুঃখজনক
অবিশ্বাস্য কোলাহলময় জীবন যেন,ডমুরের ফুল
কখন যে,সে এসেছিল,আবার চলে গেল,তা স্বপ্নময়
জীবনের কিছু পাওয়া,মানুষকে অনেক দূরে করেছে
এখন সবকিছু মূল্যহীন,কিন্তু চরাচরের অন্য অনুভূতি
সাধনার পরে যে,অমূল্য সম্পদ পাওয়া য়ায়,তা মিথ্যা
পচনশীল পদার্থ যেমন প্রাণহীন,আমিও এখন তাই
জীবনের সারকাসে কখন যে জোকার হয়েছি,কে জানে!
আবার নুড়িপাথরে কখন যে,হারিয়ে গেছি কে জানে!
পোড়ামাটির গন্ধও যেন গন্ধহীন,যেন বিষের ঘনঘটা
আকাশে চাঁদ দেখতেও,লজ্জাজনক অনুভূতির আবেশ
নীলাভ্র সমুদ্রের ঢেউ গোনাও,মুশকিল ও মুশকিলতর
মুক্ত বাগানের সুগন্ধী গোলাপ রূপে,রূপবতী হয়ে থেকো
আজ হয়তো তোমার মনে,গলিত সুখের বাণ ভেসেছে
আজ তোমার বিদায় নেবার পালা এসেছে।